19 February 2019

ভারতে বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়ল ট্রাক, নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়কের পাশে বিয়েবাড়ির লোকজনের ভিড়ে উঠে গেলে ১৩ জন নিহত হন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার রাতে রাজ্যটির প্রতাপগড়-জয়পুর মহাসড়কের আম্বাওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব উন্ডিয়ার। রাজধানী জয়পুর থেকে গ্রামটি ৪১৭ কিলোমিটার দূরে। ঘটনার সময় বাড়িটিতে বিয়ের নাচগান চলছিল।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, রাস্তার পাশ দিয়ে বিয়ে অনুষ্ঠানের রাজস্থানি নাচ করছিলেন তারা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাদের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই ৯ জন মারা যান।

আর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও চারজন। হাসপাতালে শিশুসহ আহত ১৫ জন চিকিৎসাধীন।


শেয়ার করুন

0 facebook: