18 February 2019

নারীদের নিরাপত্তায় বাসে লাগানো হবে সিসি ক্যামেরাঃ আতিকুল ইসলাম

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ ইভটিজিং প্রতিরোধ এবং নারীদের নিরাপত্তার জন্য ঢাকা শহরের সব বাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের মা-বোনরা রাস্তাঘাটে যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগে সেই ব্যবস্থা করা হবে। সোমবার বিকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বাংলাদেশের ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করে সম্মিলিত ক্রীড়াঙ্গন।

মতবিনিময় সভায় আতিকুল ইসলাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তাই আমি বলতে চাই, মাদক প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে খেলাধুলার মাঝে এনে দেশ থেকে মাদক দূর করতে হবে।

তিনি আরও বলেন, খেলার জন্য প্রয়োজন মাঠ। আমি আপনাদের কথা দিচ্ছি, যেসব খেলার মাঠ সংস্কার প্রয়োজন তা সংস্কার করা হবে এবং যেসব মাঠ দখলমুক্ত করা দরকার তা করা হবে। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোল্লা মো. আবু কায়সার বলেন, এই নির্বাচনে আতিকুল ইসলাম জয়ী হবে তা আমরা জানি, কারণ তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, কিন্তু আমরা সবাই তাকে ভোট দিতে কেন্দ্রে যাব এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব।

তিনি আরও বলেন, আতিকুল ইসলাম প্রয়াত মেয়র আনিসুল হকের যোগ্য উত্তরসূরি, সেই পারবে ঢাকাকে এগিয়ে নিতে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড় শেখ মো. আসলাম, সম্মিলিত ক্রীড়াঙ্গনের আহ্বায়ক আশিকুর রহমান মিকুসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খ্যাতিসম্পন্ন খেলোয়াড়রা।

এদিকে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। সকালে কাফরুল, মিরপুরের বেনারসি পল্লীতে গণসংযোগের পাশাপাশি পথসভা করেন তিনি। এছাড়া মিরপুর-১ এ পুলিং এজেন্টদের সঙ্গে আলোচনা সভা করেন। রাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিয় করেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।


শেয়ার করুন

0 facebook: