22 February 2019

ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেবে সরকার

ফাইুল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নিমতলীর ঘটনার পর ইতিপূর্বে কেমিক্যাল কারখানা তুলে দেওয়া হয়েছিল। আবার তারা একই জায়গায় নিয়ে এসেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য পদক্ষেপ নেবে সরকার।

আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে পুড়ে যাওয়া রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

এদিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয়জনের কেউই  আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল।

তিনি বলেন, বার্ন ইউনিটে থাকা সর্বশেষ নয়জনের মধ্যে পাঁচজন আইসিইউতে, তারা সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছেন। বাকি চারজনও ঝুঁকিতে। কারণ তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। তবে তাদের সুচিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: