![]() |
সিলেট প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সিলেটে হযরত শাহজালাল (রহমতুল্লাহি আলাইহি), হযরত শাহপরাণ (রহমতুল্লাহি আলাইহি) উনাদের পবিত্র মাজার জিয়ারত করেছেন। মৌলভীবাজার-২ আসনের এই নির্বাচিত প্রতিনিধি এখনও শপথ না নিলেও স্বাধীনতার মাস মার্চের ১৫ তারিখের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার ঘোষণা দিয়েছেন। শপথ নেয়ার আগে সিলেটের পূণ্যভূমিতে শায়িত দুই আউলিয়ার মাজার জিয়ারত করলেন।
বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহমতুল্লাহি আলাইহি) এর মাজার জিয়ারতকালে সর্বস্তরের মানুষ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে করমর্দন করেন। এসময় উপস্থিত জনতার সঙ্গে তিনি কথা বলেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
হযরত শাহজালাল ও শাহ পরানের (রহমতুল্লাহি আলাইহি) উনাদের পবিত্র মাজার জিয়ারত শেষে সুলতান মনসুর স্বাধীনতার যুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, সাবেক স্পিকার মরহুম হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী এবং পিতা-মাতার কবর জিয়ারত করেন।
পরে রাজধানী ঢাকার চকবাজারের মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং হতাহতদের জন্য বিশেষ মোনাজাত করেন সুলতান মনসুর।
খবর বিভাগঃ
রাজনীতি
সিলেট বিভাগ
0 facebook: