23 February 2019

পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর নির্দেশ


স্বদেশবার্তা ডেস্কঃ পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে আগুনে আহতদের দেখতে যেয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এত প্রাণহানির পরও রাসায়নিক গুদাম সরানোয় কারো আপত্তি থাকতে পারে না। এসময় বার্ন ইউনিটে ভর্তি আহতদের খোঁজ-খবর নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরাতে নানা পদক্ষেপ নেয়া হলেও মালিকদের অসহযোগিতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এসময় রাজধানীতে আধুনিক রাসায়নিক গুদাম নির্মাণ করা হবে বলে জানান সরকার প্রধান।

নতুন ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের যাতায়াতে প্রশস্ত রাস্তা রাখার পাশাপাশি দখল করা পুকুর ও খাল উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় ঢাকার দখল করা পুকুর এবং খাল পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, দ্বিতীয় দিনের মতো চকবাজারের নিহতদের সনাক্তে নিকট আত্মীয়দের কাছ থেকে ডিএনএ পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ চলছে। সকাল ৭ টা থেকে সিআইডির ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলের মর্গে এই নমুনা সংগ্রহ শুরু হয়।

নমুনা সংগ্রহের প্রথমদিন ১৮টি মরদেহের বিপরীতে ৩০ এর অধীক নিকট আত্মীয়র কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। দ্বিতীয় দিনেও মরদেহের দাবিদার কয়েকজন আত্মীয় ডিএনএ পরিক্ষার জন্য নমুনা দিয়ে যান।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত মরদেহের দাবিদার থাকবে ততক্ষণই এই কার্যক্রম চলবে। এখন পর্যন্ত ৪৬ টি মরদেহ সনাক্ত করে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: