![]() |
ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু কাশ্মীরের কুলগামে স্বাধীনতাকামীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন ভারতীয় এক পুলিশ কর্মকর্তা। এছাড়া আরও এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
গণমাধ্যমটি জানায়, কুলগামের তুরিগ্রামে তল্লাশি চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গোলাগুলিতে নিহত হন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আমান কুমার। গত দুই বছর ধরে তিনি কুলগামে কাজ করছিলেন। অন্যদিকে আহত সেনা সদস্যের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
এদিকে সংবাদ সংস্থা এএনএ জানায়, হামলায় এক মেজরসহ সেনাবাহিনীর দুই নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছে। তিন থেকে চারজনের একটি দল এ হামলা চালায় বলে জানিয়েছে তারা। এ ঘটনার পর থেকে সিআরটিএফ, আরআর এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ ঘটনাস্থল ঘিরে অপারেশন শুরু করেছে।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ভারত জুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভ শুরু হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: