25 February 2019

শনাক্ত না হওয়া ১৯ মরদেহের দাবিদার ২৩ পরিবার


স্বদেশবার্তা ডেস্কঃ চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পালিত হচ্ছে জাতীয় শোক। সরকারি বেসরকারিসহ বিভিন্ন ভবনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। এদিকে ১৯টি মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। যার দাবিদার ২৩টি পরিবার। এ জন্য ৩৮ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

চকবাজারে চুড়িহাট্টা শাহী মসজিদ এলাকায় আগুনে নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পালন হচ্ছে জাতীয় শোক। সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সিআইডি পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৬৭টি মরদেহের মধ্যে ১৯টি সনাক্ত করা সম্ভব হয়নি। এই ১৯টি মরদেহের দাবিদার ২৩টি পরিবার। সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত ৩৮ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু রাসায়নিক কারখানা পুরান ঢাকা এলাকা থেকে না সরানোর জন্য আরেক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে দুষছেন। রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ব্যর্থতা কোনভাবেই তার নয়।

আমীর হোসেন আমু বলেন, দিলীপ বড়ুয়ার ব্যক্তিগত অযোগ্যতা ও অদক্ষতার কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন। সেটা ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে সেই ব্যর্থতার দায় তিনি আমার ওপর চাপাতে চেয়েছেন।

এদিকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের একটি প্রতিনিধি দল চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই সংগঠনটির পক্ষ থেকেও বেসরকারীভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওয়াহিদ ম্যানশনের নিচতলার কিছু মালামাল সরিয়ে নিয়েছেন দোকানমালিকরা।


শেয়ার করুন

0 facebook: