![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয়
কাশ্মীরে নিরপত্তাবাহিনীর সঙ্গে স্বাধীনতাকামিদের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন
৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর এক সদস্যও রয়েছেন।
এই
সংঘর্ষে স্বাধীনতাকামি গোষ্ঠীর জইশ-ই-মুহাম্মদের ৩ স্বাধীনতাকামি নিহত হয়েছেন; আহত হন এক সেনা কর্মকর্তা।
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা
গেছে, রবিবার কাশ্মীরের কুলগামে স্বাধীনতাকামিদের গতিবিধির খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।
এতে নেতৃত্ব দেন জম্মু-কাশ্মীরের ডেপুটি পুলিশ সুপার আমন কুমার ঠাকুর। তিনি স্বাধীনতাকামিদের গুলিতে নিহত হন। এ ছাড়া নিহত হয়েছেন সেনা হাবিলদার সোমবীর। আহত হন এক মেজরসহ দুই সেনা।
নিরাপত্তাবাহিনী
বলছে, ওই সংঘর্ষে তিন স্বাধীনতাকামি নিহত হয়েছে। নিহতরা জইশ-ই-মুহাম্মদের সদস্য।
সূত্রঃ অ্যাসোসিয়েটেড প্রেস, ইয়াহু নিউজ
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: