28 February 2019

ভুল প্রতিবেদন উপস্থাপনে সংসদ কার্যক্রম স্থগিত

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলী চলার সময় ভুল প্রতিবেদন উপস্থাপন করার কারণে কিছুক্ষণ সংসদ কার্যক্রম স্থগিত করা হয়। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্ধারিত বিলের প্রতিবেদন উপস্থাপন না করে ভিন্ন একটি প্রতিবেদন পড়তে শুরু করলে সংসদ সদস্যরা বিলের কপি তুলে ধরে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন। এক পর্যায়ে স্পিকার বক্তব্যরত কমিটি সভাপতির বক্তব্য থামিয়ে দেন।

গতকাল বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুকে ‘রিপ্রেজেনটেশন অব দ্যা পিউপিল (এমেনমেন্ট) বিল-২০১৯ সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপণ করার আহবান জানান স্পিকার।

কিন্তু এসময় তিনি অন্য একটি বিলের প্রতিবেদন পড়তে শুরু করেন। সেই বিলের প্রতিবেদনের কোনো কপি সংসদ সদস্যদের কাছে বিলি করা না হওয়ায় তারা হাত তুলে এ বিষয়ে বার বার স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

এসময় সংসদ কার্যক্রম স্থগিত করে স্পিকারকে সংসদের আইন শাখার কর্মকর্তাদের সাথে কথা বলতে দেখা যায়। পরে তিনি সংসদের কার্যক্রম শুরু করেন এবং কমিটির সভাপতিকে নির্ধারিত বিলের প্রতিবেদন পাঠ করার আহ্বান জানান। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন


শেয়ার করুন

0 facebook: