ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব বিল-২০১৯ সংসদে পাস করা হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই সংশোধনী বিল পাস হয়।
এতে মনোনয়ন পত্র দাখিলের আগের দিন খেলাপি ঋণ পরিশোধ ও অনলাইনে মনোনয়ন জমা দেয়ার সুযোগ রাখা হয়েছে। সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্র প্রসারিত, সহজ ও দ্রুততার সাথে নির্বাচন পরিচালনার সহায়ক বিধান করে সংশোধিত আরপিও বিল পাস করা হয়। এর আগে বিলটি পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক।
অবশ্য ইতোপূর্বে রাষ্ট্রপতি এসব বিধানসহ গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ জারি করেন। বিধান অনুযায়ী একাদশ সংসদের প্রথম অধিবেশনে এ অধ্যাদেশটি উত্থাপন করা হয়। বিলে এ অধ্যাদেশ রহিত করা হয়।
এদিকে একাদশ সংসদে শীর্ষ বিশ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, দেশে এখন ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১শ ১৮ জন। শীর্ষ ২০ ঋণ খেলাপি হল- কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস, সামান্নাজ সুপার অয়েল, বি. আর. স্পিনিং মিলস, সুপ্রোভ স্পিনিং, রিমেক্স ফুটওয়্যার, রাইজিং স্টিল, কম্পিউটার সোর্স, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স স্পিনিং মিলস, এস এ অয়েল রিফাইনারি, রুবিয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ারা স্পিনিং মিলস্, ক্রিসেন্ট লেদার প্রডাক্টস, সুপ্রোভ রোটর স্পিনিং, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যার, সিদ্দিক ট্রেডার্স, রুপালী কম্পোজিট লেদার ওয়্যার, আলপ্পা কম্পোজিট টাওয়েলস ও এম এম ভেজিট্যাবল অয়েল প্রডাক্টস।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: