স্বদেশবার্তা ডেস্কঃ গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের পদক্ষেপ প্রতিহত করা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল ফোরাম অয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।
গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। এই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা স্পষ্ট করে বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। বিএনপি মহাসচিব বলেন, অতীতে বারবার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বিএনপিকে কেউ ধ্বংস করতে পারেনি। বিএনপি এবার জেগে উঠবে।
ফখরুল বলেন, আজকে বাংলাদেশের যে সংকট তা অত্যন্ত গভীর। এই সংকট শুধু মাত্র একটি নির্বাচনে নয়, একটি দলের নয় এটা সমগ্র জাতির সংকট। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ ও ধ্বংস করে দেয়া হয়েছে।
0 facebook: