স্বদেশবার্তা ডেস্কঃ বতর্মান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপির অনেক নেতা। তাদের দাবি, তৃণমূলের চাওয়া থেকেই এমন সিদ্ধান্ত। যদিও এ জন্য বহিষ্কার হয়েছেন শতাধিক নেতা। সচেতন মহল বলছে, ভোট বর্জন ও গণবহিষ্কারে আরও ক্ষতিগ্রস্ত হবে বিএনপি।
জাতীয় সংসদ নির্বাচনের পর, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় বিএনপি। ফলে উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না দলটি।
তবে থেমে নেই বিএনপির নেতাকর্মীরা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অনেকেই। তাদের দাবি, স্থানীয় নেতাকর্মী ও জনগণের চাপে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন।
এরইমধ্যে দলের সিদ্ধান্ত না মানায় বগুড়ার ৩১ নেতাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রাথমিক সদস্যপদও। শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে সুনামগঞ্জ, কুড়িগ্রাম, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলাতেও। দলটির নেতারা বলছেন, ব্যক্তি স্বার্থ অগ্রাধিকার দেয়ায় এ সিদ্ধান্ত। সচেতন নাগরিক সমাজ বলছে, এ অবস্থায় আরও সংকটে পড়বে বিএনপি। তবে বিএনপির কোনো ক্ষতি হবে না বলে দাবি দলটির নেতাদের। সূত্রঃ চ্যানেল24
0 facebook: