স্বদেশবার্তা ডেস্কঃ পঞ্চম
উপজেলা পরিষদ নির্বাচন সত্যিকার অর্থে একটি আইনানুগ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন
নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম।
বুধবার
সকালে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিগত নির্বাচনগুলো
নিয়ে সাধারণ জনগণের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে কিনা, এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, আস্থাহীনতার বিষয়টি স্বীকার করব না; তবে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে।
তিনি
বলেন, এমপিদের নির্বাচনী প্রচারের কোনো সুযোগ নেই। তারা যেন প্রভাব না
সৃষ্টি করতে পারে, সে কারণে স্পিকারের দারস্থ হয়েছি। রাজশাহী জেলা প্রশাসকের
কার্যালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত এক বিশেষ সভায়
প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইসি রফিকুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের
সঙ্গে কথা বলেন।
এর
আগে জেলা প্রশাসন আয়োজিত ওই সভায় বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন
বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এতে জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
রাজনীতি
0 facebook: