06 March 2019

চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণ

প্রতিকি ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আশুলিয়ায় এক গৃহবধূ (২৬)কে চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণ করেছে বখাটেরাঘটনায় জড়িত ৫ বখাটেকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে আশুলিয়ার শিমুলিয়া গোয়াইলবাড়ী মেশিনপাড়ে এ ঘটনা ঘটে

পুলিশ জানায়, মেশিনপাড় এলাকার পোশাক কারখানা বেঙ্গল গ্রুপের ডিজাইনার ফ্যাশন লিমিটেডে চাকরি দেয়ার কথা বলে কারখানার ঝুট ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ ও জাফর কাজী তাকে তাদের বাসায় কাগজপত্র নিয়ে যেতে বলেসে অনুযায়ী কাগজপত্র নিয়ে শহিদুল ইসলামের কাছে যান গৃহবধূশহিদুল ইসলাম তাকে কৌশলে নির্জন দীঘিরপাড় এলাকার রাত্রির টেকে নিয়ে যায়সেখানে তাকে পালাক্রমে নির্যাতন করে বখাটেরাএক পর্যায় গৃহবধূ অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়

কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি বাসায় যান এবং নির্যাতনের কথা স্বামীকে জানানএ ঘটনায় রাতেই আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ দিলে আশুলিয়া থানা পুলিশ ওই এলাকা থেকে নুসু মিয়ার ছেলে শহিদুল ইসলাম শহিদকে আটক করেতার দেয়া তথ্যানুযায়ী জাফর কাজী, নাজমুল হোসেন, রহম আলী ও আমির হোসেনকে আটক করেছে পুলিশ


শেয়ার করুন

0 facebook: