ফাইল ছবি |
বুধবার (৬ মার্চ) ভোরে পাকিস্তানের ওই হামলার পর ভারতের পক্ষ থেকেও জবাব দেয়া হয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
ওই প্রতিবেদনে বলা হয়, এদিন রাজৌরির নওশেরা ও সুন্দরবানী এলাকায় ভারী গোলা ও বোমা বর্ষণ করে পাকিস্তানের সেনা সদস্যরা। এর শক্ত জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। এসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। এছাড়া সীমান্তের ৫ কিলোমিটার এলাকাজুড়ে যতগুলো স্কুল আছে তার সব তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়।। তবে এ ঘটনায় কোনো ভারতীয় হতাহত হননি।
এ নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করল বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক স্বাধীনতাকামি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।
এ হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। এরপর গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: