09 March 2019

চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ


স্বদেশবার্তা ডেস্কঃ লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছেচকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় যুবক ইমরান ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পরিবারভূক্তভোগী শিশুটিকে শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেএর আগে দুপুরে সদর উপজেলার দালালবাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে

অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দাসে দালালবাজারের আমীরের ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়ভিকটিম স্থানীয় আইডিয়াল স্কুলের নার্সারীতে পড়েতার বাবা স্থানীয় ব্যবসায়ীএ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামী করে সদর থানায় মামলা করেছেন

ভিকটিমের মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালাল বাজারের আইডিয়াল স্কুলের পাশবর্তী বিল্ডিংয়ে ৪বছর ধরে বাসা ভাড়া থাকেন তারাওই বাসার পাশের আমীরের ওয়ার্কশপে কাজ করে আসছে ইমরানঘটনার দিন ইমরান চকলেট কিনে দেয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়এসময় ওই ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করেপরে শিশুটি চিৎকার দিয়ে কান্না করতে করতে বাসায় ফিরেঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান পলাতক রয়েছেএ ঘটনার বিচার দাবি করেন ভিকটিমের মা

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে

এ ব্যাপারে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছেঅভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে


শেয়ার করুন

0 facebook: