23 March 2019

সড়ক দুর্ঘটনা রোধে সরকার কোনোদিন যথাযথ ব্যবস্থা নেয়নিঃ ড. কামাল

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার কোনোদিন যথাযথ ব্যবস্থা নেয়নি। এ জন্য এটা বাড়তে বাড়তে ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি সড়ক দুর্ঘটনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার আহ্বান জানান।

তিনি আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘পরিবহন খাতে নৈরাজ্য বন্ধ - নিরাপদ সড়কের দাবিতে’ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. কামাল আরো বলেন, সুশাসনের অভাবে আইনশৃঙ্খলা বাহিনী সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আর এ জন্য আইন অমান্য করা দেশে মহামারি আকার ধারণ করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোস্তফা মহসিন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, মোস্তাক আহমেদ, জগলুল হায়দার প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: