28 March 2019

মাদারীপুরে মাহফিলের বাস খাদে পড়ে ৭ মুসল্লি নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে সাত মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৬৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭) ও সায়েম (২৫)। তাদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ভাঙা ব্রিজ এলাকায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে মাদারীপুর সদরের ভাঙা ব্রিজ এলাকায় ফিরছিলেন মুসল্লিরা। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হন।

হাসপাতালে নেয়ার পর মারা যান আরও তিনজন। এতে আহত হন অন্তত অর্ধশত। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় সাতজন নিহত হলেও এর সংখ্যা বাড়তে পারে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত আছেন অর্ধশত। নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের চিকিৎসা চলছে বলে জানান ওই চিকিৎসক।


শেয়ার করুন

0 facebook: