স্বদেশবার্তা ডেস্কঃ বনানীর এফ আর টাওয়ারের আগুনের জন্য দোষী যেই হন না কেন তার শাস্তি হবেই। গতকাল বৃহষ্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে এমন মত দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এজন্য ভবন মালিককে ছাড় দেওয়া হবে না। নকশা বহির্ভূত ভবন নির্মাণে যারা যারা সহায়তা করেছে, যারা দায়ী সবার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জাননা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। ও সময় রাজুকে যে সমস্ত কর্মকর্তা ছিল চেয়ারম্যান সহ তাদের সবার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তাদের সবাইকে খোঁজা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে এফ আর টাওয়ার ভবন নির্মাণের অনুমোদন নেয়। ২০০৫ সালে তারা রাজউকে একটি কাগজ জমা দেয় তারা ২৩ তলা করেছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: