01 April 2019

ঝড়ের কবলে পরে নির্বাচনি সামগ্রীসহ ট্রলারডুবি, পুলিশসহ নিঁখোজ ৩


স্বদেশবার্তা ডেস্কঃ কালবৈশাখি ঝড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ জন নির্বাচনি কর্মকর্তা নিয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড, র‍্যাব, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বিআইডব্লিউটি। নিখোঁজ তিনজন হচ্ছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন, পুলিশের এস আই সেলিম এবং অজ্ঞাত এক নারী আনসার সদস্য।

পুলিশ জানায়, গতকাল উপজেলা নির্বাচনের কাজ শেষে চর কিশোরগঞ্জ থেকে ট্রলারে ভোটের সামগ্রী নিয়ে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ফিরছিলেন, প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশসহ বেশ কয়েকজন। কিন্তু মেঘনা নদীতে ঝড়ের কবলে ডুবে যায় ট্রলারটি। এ সময় সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।


শেয়ার করুন

0 facebook: