স্বদেশবার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম।
খালেদা জিয়ের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান বিএসএমএমইউ'র মেডিসিন বিভাগের প্রধান জিলন মিঞা সরকার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা।
সোমবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তাকে দেখতে যান মেডিক্যাল বোর্ডের সদস্যরা। খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউর ২০৫ নম্বর রুমে রয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সময় মেডিক্যাল বোর্ডের প্রধানের সঙ্গে ছিলেন বোর্ড সদস্য এবং রিউমেটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল ইসলাম, বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম মাহাবুবুল আলম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) নাজমুল করিম এবং রিউমেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শামিম আহমেদ।
আজ সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার সময় খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: