10 April 2019

পুরো টাকা দিতে পারবো না, প্রয়োজনে ব্যবসা বন্ধ করে দিনঃ গ্রিন লাইন

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বাসচাপায় পা হারানো রাসেলকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিলো গ্রিন লাইন; পুরো ৫০ লাখ না দেয়ার আর্জি তাদের। গ্রিন লাইন কর্তৃপক্ষ আদালতকে জানায়, সম্পূণ টাকা দিতে পারবে না। প্রয়োজনে ব্যবসা বন্ধ দিতে বলে। এক মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৫০ লাখ টাকার পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং কাটা পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিন লাইন কর্তৃপক্ষকে বহন করতে নির্দেশ ছিলো হাইকোর্টের। কিন্তু রাসেল জানায়, এক টাকাও দেয়া হয়নি তাকে।

আদালতের নির্দেশের পরও এক টাকাও না দেয়ার বিষয়ে গ্রিনলাইন পরিবহনের মানবতা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। পাশাপাশি বেপরোয়া এসব ইচ্ছাকৃত দুর্ঘটনাকে আইনের আওতায় আনা এবং ছাড় না দেয়ার বিষয়ে মন্তব্য করেন আদালত।

রাসেল সরকারকে চ্যানেল 24 এর মধ্যস্থতায় বিনামূল্যে পা লাগিয়ে দেবে সাভার সিআরপি। গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে এ রিট আবেদন করেন। পরে আদালত রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। সূত্রঃ চ্যানেল24


শেয়ার করুন

0 facebook: