ছবিঃ সংগৃহীত |
স্বদেশবার্তা ডেস্কঃ মালিবাগ কাঁচা বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ভোর ৫টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ১৩ টি ইউনিট প্রায় এক ঘন্টার মাঝে আগুন নিয়ন্ত্রণের আনে। এ আগুনে প্রায় ২০টি ছাগল পুড়ে মারা গেছে। তবে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায় নি।
এদিকে, গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ১২টার কিছু পরে কুতুবখালীর সাত তলা একটি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটির নিচতলায় একটি টেলিভিশন সেট আপের গোডাউন ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। ভবনটির ষষ্ঠ ও সপ্তম তলায় ছিল মাদ্রাসা। আগুন লাগার পরপরই মাদ্রাসা শিক্ষার্থী ও অন্যান্য বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: