25 April 2019

আজ বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হচ্ছে আজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  
রেল কর্তৃপক্ষ বলছে রাজশাহীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার এই বিরতিহীন ট্রেনের বগি আনা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। পাওয়ার কারসহ ১২টি বগিতে মোট আসন থাকছে ৯'শ ২৮টি। ওয়াইফাই ইন্টারনেট, আরামদায়ক আসন, এলইডি মনিটরে প্রয়োজনীয় তথ্য সরবরাহসহ যাত্রীরা পাবেন নানা সুবিধা। তবে যাত্রীদের টিকিটের সাথে খাবারের জন্য বাড়তি টাকা গুনতে হবে।

শোভন চেয়ার শ্রেণীতে বাধ্যতামূলক খাবারের ১৮০ টাকাসহ টিকিটের দাম ৫৫৫ টাকা। এসি চেয়ার স্নিগ্ধা কোচে গুনতে হবে ৯০৫ টাকা।


শেয়ার করুন

0 facebook: