ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যারা সংসদে শপথ নেবেন দল বহিষ্কার করলেও তাদের সংসদ সদস্য পদ যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি থেকে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তাদের দল থেকে বহিষ্কার করা হলেও কোনো প্রভাব পড়বে না। তাদের এমপি পদ টিকে যাবে। সংবিধানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংবিধানে বলা আছে- কেউ যদি দলের বিপক্ষে জাতীয় সংসদে ভোট দেন বা দল থেকে যদি তারা পদত্যাগ করেন, তাহলে তাদের সংসদ সদস্যপদ বাতিল হবে। দল বহিষ্কার করলে তাদের সদস্য পদ বাতিল হবে না।
আইনমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান আওয়ামী লীগের চাপে শপথ নেননি। তিনি শপথ নিয়েছেন জনগণের সঙ্গে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে। মন্ত্রী আরও বলেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করা হবে। আসামিরা যতই ক্ষমতাবান হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রাসেদুল কাউছার ভূঁইয়া, বিদায়ী উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে শ্রীলংকায় বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শ্রীলংকার মতো বোমা হামলা থেকে বাংলাদেশকে মুক্ত রাখার শপথ গ্রহণ করতে হবে আমাদের। তিনি বলেন, কেউ যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশকে কলুষিত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। শ্রীলংকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহতের ঘটনায় তার জন্য প্রতিটি মসজিদে দোয়া করার আহ্বানও জানান আইনমন্ত্রী।
0 facebook: