11 July 2019

রাজশাহীতে ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত,এখনও সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ


স্বদেশবার্তা ডেস্কঃ রাজশাহীর চারঘাটের হলিদাগাছি এলাকায়, তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় হলিদাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলের জিএম বলছেন বিকাল ৩ টা নাগাদ রেল লাইন সচল করা সম্ভব হবে। রেল কর্তৃপক্ষ জানায়, খুলনা থেকে ৩১টি বগি নিয়ে তেলবাহী ট্রেনটি রাজশাহীর সারদাহ স্টেশন পার হওয়ার পর হরিয়ানের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে রিলিফ ট্রেন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে রাজশাহী স্টেশনের ৫ টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের জিএম বলছেন বিকাল ৩ টা নাগাদ রেল লাইন সচল করা সম্ভব হবে।

দুর্ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করছে ৫ সদস্যের তদন্ত কমিটি। আর সাময়িক বরখাস্ত করা হয়েছে রেলের রাজশাহীর সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে।


শেয়ার করুন

0 facebook: