16 July 2019

বন্যা পরিস্থিতি এখনো ভয়ানক নয়ঃ খাদ্যমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ চলমান বন্যা পরিস্থিতি এখনো ভয়ানক হয়ে ওঠেনি, যেটুকু বন্যা হয়েছে তাতে খাদ্য সংকট হবার সম্ভাবনা নেই, এমন দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, এখন ধান রোপনের মৌসুম হলেও আমন চাষে প্রভাব ফেলবে না বন্যা। এবারে ধান সংগ্রহের লক্ষ্যমাত্র ৪ লাখ মেট্রিকটন থাকলেও এখন পর্যন্ত মাত্র সোয়া লাখ মেট্রিকটন সংগ্রহ করা গেছে।

তবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী। খাদ্যে ভেজাল রোধে প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস স্থাপন হচ্ছে বলেও জানান মন্ত্রী।


শেয়ার করুন

0 facebook: