আন্তর্জাতিক ডেস্ক।। ইসরাইলি সেনাদের মধ্যে গাজা সীমান্তে দায়িত্ব পালনে অনীহা দিন দিন বাড়ছে। বেশিরভাগ সেনাই আর গাজা সীমান্তে দায়িত্ব নিতে চায় না। তারা চায় গাজার বাইরের কোথাও তাদেরকে মোতায়েন করা হোক। দখলদার ইসরাইলের সেনাবাহিনীর রেডিও থেকে সম্প্রচারিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর ওই রেডিও'র সংবাদদাতা যাহি দাবুশ গাজা সীমান্ত থেকে পাঠানো প্রতিবেদনে বলেছেন, গাজা সীমান্তে দায়িত্ব পালনে আগ্রহী সেনা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ যেকোনো সময় গাজা সীমান্তে বড় ধরনের সংঘর্ষ দেখা দিতে পারে এমন উদ্বেগ তাদের মধ্যে কাজ করছে। তারা এ ধরণের সম্ভাব্য পরিস্থিতির কথা চিন্তা করে ভীত-সন্ত্রস্ত।
ইহুদিবাদী সেনারা মনে করে তারা ফিলিস্তিনি সংগ্রামীদের লক্ষ্য করে গুলি চালানোর পর যদি পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে তখন তাদেরকেই এজন্য জবাবদিহি করতে হবে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ইসরাইলি সেনা কমান্ডাররা তাদেরকে ডেকে পাঠাবে এবং শাস্তি দেবে।
গাজা সীমান্তে গত বছরের মার্চ থেকে ফিলিস্তিনিরা যে রিটার্ন আন্দোলন শুরু করেছে তার অংশ হিসেবে সেখানে প্রতি শুক্রবার বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এর ফলে কখনো কখনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং এ পর্যন্ত সেখানে ইসরাইলি সেনাদের গুলিতে বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এ পর্যন্ত ফিলিস্তিনি সংগ্রামীরা কয়েকবার পাল্টা অভিযান চালিয়ে কয়েকজন দখলদারকে হত্যা করেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
ফিলিস্তিন
0 facebook: