24 August 2019

বাঘাইছড়িতে সেনা টহলে চাকমা সন্ত্রাসীদের গুলি, প্রতিরোধমূলক গুলিতে ১ সন্ত্রাসী নিহত

নিহত চাকমা সন্ত্রাসী ও গুলিবিদ্ধ সেনাদের গাড়ি। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার।। রাঙ্গামাটি রাজস্থলীতে সেনাবাহিনীর টহলে অতর্কিত গুলিবর্ষনের পর এবার জেলার বাঘাইহাটে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সেনাবাহিনীর সদস্যরা।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল সকাল (২৩ আগষ্ট) ১০ টার দিকে বাঘাইহাট-সাজেক এলাকায় টহলে বের হন সেনা সদস্যরা।

টহল চলাকালীন হঠাৎ এলোপাথাড়ি গুলিতে সেনা সদস্যদের গাড়ির সামনের গ্লাস ও বডি ছিদ্র হয়ে গুলি গাড়ীর ভিতরে প্রবেশ করলেও তাদের বিচক্ষনতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সেনা সদস্যরা।

এসময় আত্নরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়তে থাকে। মুহূর্তের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয় দুই পক্ষের মধ্যে এবং পরাজিত হয়ে এক পর্যায়ে পালিয়ে যায় ইউপিডিএফ অস্ত্রধারী সন্ত্রাসী চাকমা সদস্যরা।

দুই পক্ষের গোলাগুলিতে বাঘাইহাট-সাজেক এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইউপিডিএফ নেতা শান্তিময় চাকমা ওরফে সুমন চাকমা ওরফে লাকির বাপ নিহত হয়েছে।

সুমন চাকমা প্রসীত বিকাশ খীসার ইউপিডিএফ এর লোক এবং তার হাতে একটি পিস্তল পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল তল্লাশী করে আরো একটি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: