28 August 2019

বিমানের মতো সড়ক নৌ ও রেলপথের যাত্রীদেরও ক্ষতিপূরণের দাবি

ট্রেন দুর্ঘটনা। ফাইল ছবি
স্টাফ রিপোর্টার।। বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিবারকে ১ কোটি ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রেখে আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) আইন, ২০১৯-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হওয়াকে সড়ক, নৌ ও রেলপথের যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ বলে অবহিত করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ।

বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একইভাবে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনাকবলিত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণের আওতায় আনার জোর দাবি জানান তিনি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে তিনি এ দাবি জানান।

আরমান হোসেন পলাশ বলেন, সারা দেশে অব্যবস্থাপনা ও অবহেলাজনিত কারণে সড়ক ও নৌপথে মানুষের জীবন আজ অনিরাপদ। প্রতিদিন গড়ে সড়কে ঝড়ছে প্রায় ২০টি প্রাণ। এই আইন বাস্তবায়ন হলে তা অনেক কমে আসবে। আজকাল কারো কোন জবাবদিহিতা নাই বলেই দৈনিক প্রান যাচ্ছে।

আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে হাজারো মানুষ। দুঃখজনক হলেও সত্য যে, এ ব্যাপারে ক্ষতিপূরণ দিতে সরকারকে খুব একটা তৎপর দেখা যায় না। তাই সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনাকবলিত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণের আওতায় আনার জোর দাবি জানান তিনি।


শেয়ার করুন

0 facebook: