29 August 2019

ঢাকায় ফেসবুককে অফিস খুলতে বাধ্য করবে বাংলাদেশ সরকার, নেপথ্যে কি?


স্টাফ রিপোর্ট।। ঢাকায় অফিস খুলতে এবং জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি ভ্যাট নিবন্ধন নিতে ফেসবুককে চাপ দেবে বাংলাদেশ সরকার।

আগামী সেপ্টেম্বরে এই সামাজিকমাধ্যমটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জোরালোভাবে এসব দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার টেলিযোগাযোগ অধিদফতরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স প্রকল্পের বৈঠকে তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে ফেসবুক।

আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই বৈঠক হতে পারে। তার আগে প্রস্তুতিমূলক কাজ সারতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, বৈঠকে নিরাপত্তা ও কর সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হবে। যত দ্রুত সম্ভব ঢাকায় একটি অফিস স্থাপনে তাদের বলা হবে।

ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ মার্কেটে পরিণত হয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা তিন কোটিতে পৌঁছেছে। এখন তারা এখান থেকে প্রচুর অর্থ আয় করছে,’ বলেন এই মন্ত্রী।

তিনি বলেন, বৈঠকে ফেসবুকের বাংলাভাষার টিমটিও উপস্থিত থাকবে। আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদেরও থাকতে বলা হবে।

বৈঠকে ডাটা গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানান মোস্তাফা জব্বার।


শেয়ার করুন

1 comment:

  1. Exciting world class learning apps in bd like never before..
    visit us to the link
    https://exampreparation.study

    ReplyDelete