জানা যায়, রবিবার সিন্ধ পাবলিক স্কুলের অধ্যক্ষ নোটন মালের বিরুদ্ধে অভিযোগ করেন আবদুল আজিজ রাজপুত নামে এক অভিভাবক।
তিনি জানান, আমাদের প্রিয়নবী হজরত রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটিয়েছে ওই অধ্যক্ষ। নোটনের বিরুদ্ধে ঘোটকি থানায় এফআইআর দায়ের করা হয়। এদিকে নবীকে কটাক্ষের খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।
খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নামে বিশাল পুলিশবাহিনী। এরপর বিক্ষোভকারীদের দাবি মেনে গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যক্ষকে।
অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর জেনারেল জামিল আহমেদ জানান, নিরাপত্তার কারণে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। এক টুইট বার্তায় তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করা হবে। সত্য উদঘাটনের ন্যায়বিচার পাওয়া যাবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
হিন্দু সমাচার
0 facebook: