22 September 2019

দ্বিতীয় বারের মতো ইমরান খানের সম্মানে ক্বাবা শরীফের দরজা খুলে দেওয়া হলো


আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি সফরে যেয়ে ওমরা পালনের ইচ্ছাপোষন করলে তাঁর সম্মানে মুসলমানদের সর্বোচ্চ ইবাদত গৃহ পবিত্র ক্বাবা শরীফের দরজাকে খুলে দেওয়া হয়। তিনি ক্বাবাগৃহের অভ্যন্তরে নফল নামাজ আদায় করেন।

গত (২০ সেপ্টেম্বর) সৌদি সফরকালে ইমরান খানের সম্মানে তাঁকে বিশেষ এ সম্মান প্রদর্শন করেন সৌদি হুকুমত।

ওমরা পালন শেষে তিনি মসজিদে নববী শরীফেও গমন করেন। বিশেষভাবে তিনি কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করেন।

সৌদিতে এ সফরে ইমরান খান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আযীয ও ক্রাউন্ট প্রিন্স মুহম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেয়ে পবিত্র ওমরাহ হজ্জ পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে সময়ও তাঁর জন্য পবিত্র কাবা শরীফের দরজা খুলে দেয়া হয়।

সাধারণত সবার জন্য কাবা শরীফের ভেতরে প্রবেশের অনুমতি নেই। কিন্তু সৌদি সফরে এই সুযোগ পেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেসময় মক্কা শরীফে যাওয়ার আগে মদিনা শরীফে রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওজা শরীফের জিয়ারত করেন এবং কিছু সময় কাটানোর পর সন্ধ্যায় জেদ্দায় পৌঁছান তিনি।


শেয়ার করুন

0 facebook: