স্টাফ রিপোর্ট।। ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিয়তবিরোধী কোনও আইন না করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করছেন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দিয়েছেন। শেখ হাসিনার সরকার ইসলাম ও ওলামা-মাশায়েখবান্ধব।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-আইন প্রদেশের বিভিন্ন মসজিদের বাংলাদেশি ইমাম, খতিবসহ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
শেখ আব্দুল্লাহ বলেছে, বাংলাদেশের বড় একটা অংশ মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করা গেলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে আলেম সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে চান বলে জানায় সে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেছে, দেশের বিপুলসংখ্যক মাদ্রাসা শিক্ষিত প্রবাসী রয়েছেন যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন, অনুবাদক, খাদেম হিসেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশে কর্মরত আছেন। তারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আল-আইন প্রদেশের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মীর কামাল, মাওলানা নুরুল কবির, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আজিজুল্লাহ, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
রাজনীতি
0 facebook: