25 September 2019

রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার দাবী ওআইসির


আন্তর্জাতিক ডেস্ক।। আরাকানে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যার দায়ে আন্তজার্তিক আদালতে মিয়ানমারের বিচার দাবি করেছে ইসলামী সহযোগিতা সংস্থা -ওআইসি।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ওআইসির সচিবালয় ও বাংলাদেশ মিশন আয়োজিত এক সভায় এ দাবি তুলেন ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল আশিমীন।

সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়া প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে। তাই এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে।

মালয়েশিয়া প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মাদ বলেন, এটা স্পষ্ট যে মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। তাই এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এছাড়া দ্বিতীয় কোন পথ নেই সমাধানের।


শেয়ার করুন

0 facebook: