আন্তর্জাতিক ডেস্ক।। ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আবারো বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মিগ-২১ বিমান বিধ্বস্ত হয় বলে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।
ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রে ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার বেসের কাছেই ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
দুই পাইলটের একজন গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার নিরাপদে প্যারাশ্যুট নিয়ে বিমানের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বিমান বাহিনী।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ২৭টি বিমান হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এর মধ্যে ১৫টি যুদ্ধবিমান এবং অন্যগুলো ছিল হেলিকপ্টার।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত
0 facebook: