03 November 2019

ভারতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে পিটিয়ে হত্যা



আন্তর্জাতিক ডেস্ক।। স্ত্রীআফসারিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ এনে স্বামীকে বেধরক পিটিয়ে হত্যা করেছে জনতা। নিহত ব্যক্তির নাম নাসির কুরেশি (৪০)।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফতেপুর জেলায় এ ঘটনা ঘটে।

নাসির কুরেশি স্ত্রী ৩৫ বছরের আফসারিকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছিল। ঘটনার পর নাসির পালাবার চেষ্টা করলে তাকে আক্রমণ করেন ওই ব্যক্তিরা। নাসিরকে গণপিটুনির এক ভিডিও অন‌লাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা ছ’জন অভিযুক্তর মধ্যে পাঁচজনকে চিহ্নিত করেছে পুলিশ।

ফতেপুরের ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট শ্রীপাল যাদব জানিয়েছেন, ওই ব্যক্তির উপরে তার স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে। উনি পালাতে গেলে গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে মারধর করতে থাকে। এতে নাসির মারা যান।

জানা গেছে, নাসিরের স্ত্রী আফসারী তার মায়ের কাছে থাকতেন। ঘটনার দিন তার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। সেই সময় নাসির রেগে গিয়ে কোপ মারলে আফসারী মারা যান। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার মা ও বোন।


শেয়ার করুন

0 facebook: