আন্তর্জাতিক ডেস্ক।। বাবরি মসজিদের জমি উগ্র হিন্দুত্ববাদীদেরকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সেই সাথে মসজিদের জন্য আলাদা জমি বরাদ্দের নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী আদালত।
ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে কেন্দ্রীয় সরকারকে মুসলিমদের মসজিদের জমি মন্দির তৈরির জন্য বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে, মসজিদ তৈরির জন্য আলাদা স্থানে পাঁচ একর জমি দেয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন।
শনিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে শুরু হয় অযোধ্যা মামলার রায়। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিল বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির।
এর আগে সর্বাসম্মতিক্রমে শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ করে আদালত। গত মাসের ১৬ তারিখে শেষ হয় মামলা নিয়ে ৪০ দিনের শুনানি। রায়ে বলা হয়, বিভিন্ন প্রমাণদির ভিত্তিতে দেখা গেছে বাবরি মনজিদ কোনও ফাঁকা জায়গায় তৈরি হয়নি। এটির মাটির নিচে কাঠামো ছিল। তবে সেটি মন্দির বা মসজিদের কাঠামোর কিনা সে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উগ্র হিন্দুত্ববাদীদেরকে জমি বুঝিয়ে দেয়ার জন্য সরকারকে তিন মাসের মধ্যে ট্রাস্ট বোর্ড তৈরিরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর মসজিদের জন্য আলাদা স্থানে পাঁচ একর জমি বরাদ্দ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। তবে রায়ের শুরুতেই শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ করে দেয় আদালত।
এদিকে, রায়কে ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অযোধ্যাসহ উত্তর প্রদশের সব জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। উত্তর প্রদেশে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত ১২ হাজার নিরাপত্তারক্ষী।
তবে, কথিত মুসলিম ও উগ্র হিন্দুত্ববাদীদের নেতারা ঘোষণা দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নেবে।
উগ্র হিন্দুত্ববাদীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদীদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শান্তি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।
ষোড়শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলে উগ্রবাদী হিন্দুরা। তাদের দাবি, সেখানে রামমন্দির ছিল। ২০১০ সালে এলাহাবাদ আদালত, বাবরি মসজিদের জায়গা বিবাদমান পক্ষগুলোকে সমানভাগে ভাগ করে দেয়ার রায় দেয়। তবে সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে জমা পড়ে ১৪টি আবেদন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
হিন্দু সমাচার
0 facebook: