আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভারতের উত্তরপ্রদেশে গণধর্ষণের শিকার এক নারী নিজের রক্ত
দিয়ে চিঠি লিখেছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত ২০ জানুয়ারি চিঠিটি মোদি ও
আদিত্যনাথকে পাঠিয়েছেন ওই তরুণী। চিঠিতে ওই তরুণী লিখেছেন- ‘রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। মামলা তুলে নেয়ার জন্য আমাকে ক্রমাগত হুমকি দেয়া
হচ্ছে। এর বিচার চাই। না হলে আত্মহত্যার পথ বেছে নেব’।
পুলিশ জানিয়েছে, গত বছরের ২৪ মার্চ দিব্য
পাণ্ডে ও অঙ্কিত ভার্মার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। অক্টোবরে আবার নির্যাতিত তরুণী অভিযোগ করেন, ফেসবুকে তার ফেক প্রোফাইল তৈরি করে নোংরা ছবি পোস্ট করা হয়েছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। তবে চিঠির বিষয়ে অবশ্য
পুলিশ কিছু বলতে পারেনি।
ভারতে নারীদের শ্লীলতাহানি ও গণধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই
চলেছে। কোনোভাবেই এর প্রতিকার হচ্ছে
না। আইনের ফাঁক গলে দোষীদের সবাই
শাস্তিও পাচ্ছেন না।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: