04 November 2019

ঝিনাইদহ সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

ফাইল ছবি

জেলা প্রতিনিধি।। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে ভারতের হাবাসপুর এলাকায় আবদুর রহিম (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ।

রবিবার (০৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ওই এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়।

সে মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে।

বিজিবি ও বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক পতাকা বৈঠকে এ খবর জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রবিবার ভোর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আবদুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালায়। এ সময় আবদুর রহিম নিহত হন।

তিনি জানান, অনানুষ্ঠানিক বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আবদুর রহিমের লাশ।

তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

আগামীকাল সোমবার বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে জানায় বিজিবি।


শেয়ার করুন

0 facebook: