08 November 2019

এক সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহে আরও এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ



স্টাফ রিপোর্টার।। এক সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সুমন নামে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, জেলার মহেশপুর সীমান্তে লড়াইঘাট এলাকা দিয়ে গতরাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন। ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।

তিনি আরও জানান, সুমনের মরদেহ ফেরত আনার বিষয়ে ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে।


শেয়ার করুন

0 facebook: