09 November 2019

বাবরি মসজিদে জায়গায় রাম মন্দির নির্মাণের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস


 

আন্তর্জাতিক ডেস্ক।। শহীদ বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ভারতের কংগ্রেস।

রায় মেনে নিয়ে সবাইকে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানিয়েছে দলটি।

রায়ের প্রতিক্রিয়ায় কংগ্রেস জানিয়েছে, ‘আমরা অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি। আমরা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত ধর্মনিরপেক্ষ মূল্যবোধ ও ভ্রাতৃত্বের চেতনা মেনে চলতে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষ ও সব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। যুগে যুগে পারস্পারিক শ্রদ্ধা ও ঐক্য আমাদের সমাজকে যেভাবে সংজ্ঞায়িত করেছে, তা পুনরায় নিশ্চিত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের।’

আজ (শনিবার) শহীদ বাবরি মসজিদে যায়গায় রাম মন্দির নির্মাণের রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। সেইসঙ্গে বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে।


শেয়ার করুন

0 facebook: