স্টাফ রিপোর্ট।। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে গোবিন্দ মন্ডল সভাপতি এবং অসীত সেন সাধারণ সম্পাদক নির্বাচিত।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলানায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কালিগঞ্জ শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ালীগের সভাপতি গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা পূজা উর্দযাপন কমিটির সহ-সভাপতি ও ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখ্যাাজীর সঞ্চালনায় প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলার শাখার সভাপতি এবং জেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি বাবু বিশ্বজিত সাধু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ ঘোষ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ইনচার্জ দেলোয়ার হুসেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য সুধাংশু শেখর হালদার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক বাবু নিত্যানন্দ আমিন, সাতক্ষীরা সদর উপজেলা শাখার প্রভাষক বাসুদেব সিংহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সভাপতি প্রভাষক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, সহ-সভাপতি দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মথুরেশপুর ইউনিয়ন শাখার সভাপতি অশোক সরকার, নলতা ইউনিয়নের সদস্য সুনিল কুমার সরকার প্রমুখ।
উক্ত সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সংখ্যালঘুরা তৃতীয় শ্রেনীর মর্যাদার নাগরিক হিসাবে রাষ্টীয় ভাবে তারা এমনই মর্যাদা পায়। দেশ স্বাধীন হলেও দীর্ঘ ৪৮ বছরেরও অর্পিত সম্পত্তি অথ্যাৎ শত্রু সম্পাত্তির বিরোধ নিষ্পত্তি হয়নি। আমরা রাষ্ট্রধর্ম ইসলাম চাইনি তার পরও বিগত জাতীয় পার্টির পেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের আমল থেকে আজ পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলাম বহাল আছে। বাংলাদেশের সংখ্যালঘুরা ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনলেও সংখ্যালঘুরা তাদের নার্য্য অধিকার থেকে বঞ্চিত যে কারণে আজও পযন্ত তারা দেশ ছেড়ে ভারতে যেতে বার্ধ্য হচ্ছে। ক্ষমতাশীল দলের নেতা-কর্মীরায় সুযোগ বুঝে বিরোধ সৃষ্টি করে সংখ্যালঘুদের বাড়ী-ঘর জায়গা-জমি সন্ত্রাসি কায়দায় দখল করে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। কালিগঞ্জে আলোচিত ফতেপুর চাকদাহ গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আজও বিচার হয়নি কেন সে প্রশ্ন বর্তমান সরকারের উপর।
বক্তারা আরো বলেন সংখ্যালঘুরা ঐক্যবন্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। নিজেরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে সেই সুযোগে সুযোগ সন্ধানীরা অনুপ্রেবেশ করে ঐক্যে ফাটল ধরাবে এ ব্যাপারে সবাই সজাগ থাকার নির্দেশ দেন। আগামীতে আনুপাতিক হারে ইউপি নির্বাচন হতে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামীলীগের বিভিন্ন উপজেলা-জেলা কমিটিতে সংখ্যালঘুদের অর্ন্তভুক্ত করতে হবে। বিগত ইউপি নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নেতাদের টাকা না দেওযায় মোটা অঙ্কের টাকায় দলে অনুপ্রবেকারীদের নৌকায় চড়িয়ে চেয়ারম্যান বানিয়ে দলকে হাইব্রিডে পরিণত করেছে।
দুপুর ২টায় দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার বিশ্বজিত সাধুর সভাপতিত্বে শুরু হয়। উক্ত অধিবেশনে ঐক্যমতের ভিত্তিতে কালিগঞ্জ শাখার আগমী ৩ বছরের জন্য গোবিন্দ মন্ডলকে সভাপতি এবং অসীত সেনকে সাধারণ সম্পাদক ঘোষনা করে আগামী ৭দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়ে অনুমোদন করানোর জন্য নির্দেশ দেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ধর্মীয় বিদ্বেষ
হিন্দু সমাচার
0 facebook: