25 December 2017

প্রধানমন্ত্রীর অফিসের পিয়নের বেতনও শিক্ষকদের চেয়ে বেশি

স্বদেশবার্তা ডেস্কঃ আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেছেন, যদি জানতাম দাবি আদায়ের জন্য শিক্ষকদের শহীদ মিনারে আসতে হবে তবে আমি মুক্তিযুদ্ধ করতাম না।

রোববার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে নামা সহকারী প্রাথমিক শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি একথা বলেন। শনিবার থেকে বেতন বৈষম্য নিরসনের এক দফা দাবিতে আমরণ অনশনে নেমেছেন সারাদেশ থেকে আসা সহকারী প্রাথমিক শিক্ষকরা।

শিক্ষকদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, শিক্ষকদের এই আন্দোলন ভবিষ্যতে আপনার জন্য বুমেরাং হতে পারে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোনো কথা শুনতে চান না। তার পা পাটিতে পড়ে না। তারপরও আমি বলবো আপনি শিক্ষকদের অবস্থা দেখুন, তাদের কথা শুনুন, তাদের দাবি মেনে নিন। আপনার অফিসের পিয়নের বেতনও শিক্ষকদের চেয়ে বেশি। তাই আপনি শিক্ষকদের পাশে দাঁড়ান।

সাবেক এই আওয়ামী লীগ নেতা বলেন, প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনের বৈষম্য এতো বেশি হওয়া যৌক্তিক নয়। বেতনের পার্থক্য হতে হবে যুক্তিযুক্ত।


শেয়ার করুন

0 facebook: