স্বদেশবার্তা
ডেস্ক: বেতন বৈষম্য নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ
অনশন কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে।
বাংলাদেশ
প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে গত শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর
কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক এ অনশন কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষকদের
দাবি, প্রধান
শিক্ষকদের নিচের গ্রেডে বেতন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন
না। এমনকি আগামী ১ জানুয়ারি বিনামূল্যের নতুন বই বিতরণ উৎসবেও তারা যোগ দেবেন না।
শিক্ষকরা
জানান, অনশনে
প্রায় অর্ধশত শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ কিছুটা সুস্থ হয়ে আবার অনশনে যোগ দিয়েছেন।
0 facebook: