24 May 2018

পশ্চিম তীরে আরও ২,৫০০ বসতি নির্মাণ করবে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল কর্তৃক অধিকৃত পশ্চিম তীরে আরও ২ হাজার ৫০০ বসতি নির্মাণের পরিকল্পনা করছে দেশটি nঅধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন কর্মসূচি বন্ধ রাখার বিষয়ে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে তেল আবিব নতুন করে এসব বসতি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে

ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বৃহস্পতিবার এক টুইটার বার্তায় বলেন যে, অধিকৃত পশ্চিম তীরে ২ হাজার ৫০০টি নতুন বসতি নির্মাণের জন্য অনুমতি দিতে তিনি আগামী সপ্তাহে বসতি নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হাইয়ার প্ল্যানিং কাউন্সিলের প্রতি অনুরোধ জানাবেন

যুদ্ধমন্ত্রী এভিগদোর জোর দিয়ে বলেন যে, পশ্চিম তীরে বসতি নির্মাণ করার জন্য ইসরাইল সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি তারা রক্ষা করছে তিনি বলেন, "আগামী কয়েক মাসে আমরা কয়েক হাজার বসতি নির্মাণের অনুমতি নেব।" ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি বসতিকে ফিলিস্তিনি জনগণের জীবন ও জীবিকার জন্য সবচেয়ে বিপজ্জনক হুমকি হিসেবে আখ্যায়িত করার পর যুদ্ধবাজ এ মন্ত্রীর পক্ষ থেকে এ ঘোষণা এলো


শেয়ার করুন

0 facebook: