স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর
বাড্ডায় দুটি বাসের মাঝে চাপা পড়ে মুহম্মদ শহিদ (১৮) নামে বিহঙ্গ পরিবহনের এক হেলপার নিহত
হয়েছেন।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মক্কা সিএনজি ফিলিং স্টেশনের সামনে মহাখালীগামী
যাত্রীবাহী বাস অগ্রদূত পরিবহনকে ওভারটেক করতে গেলে বিহঙ্গ পরিবহনের হেলপার দুই গাড়ির
মাঝখানে চাপা পড়ে যান।
স্থানীয়দের
সহযোগিতায় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে
এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাস
দুটির চালক পালিয়ে যাওয়ায় কাউকে অাটক করা যায়নি। তবে বাসগুলো জব্দ করা হয়েছে।
নিহতের গ্রামের
বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার উরুরগাঁও এলাকায়। তার বাবার নাম গোলাম মোস্তফা। তিনি রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় থাকতেন।
বাড্ডা থানার
বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান,
বাস দুটির মাঝখানে চাপা পড়ে শহিদ মারা যান। ঘাতকরা পালিয়ে যাওয়ায় অাটক করা
যায়নি। তবে বাস দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য
মর্গে রাখা হয়েছে।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: