29 December 2017

আরিফের উচ্ছেদ, কামরান দেখে গেলেন

স্বদেশবার্তা ডেস্কঃ সিলেট নগরীর ছড়ারপাড়ে গোয়ালীছড়ার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। নেতৃত্ব দিচ্ছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ছড়া উদ্ধারের কাজ দেখতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তারা। তবে তাদের দাবি শুধু ছড়ারপারের কালভার্টের অংশ নয়, পুরো গোয়ালিছড়ার উপর যতো অবৈধ স্থাপনা আছে সব যেন উচ্ছেদ করেন মেয়র। আরিফও আশ্বস্থ করছেন তাদের।

ছড়ারপাড়ের যেখানে উচ্ছেদ অভিযান চলছিল, তার অনতিদূরেই সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বাসা। আজ সকাল ১০টার দিকে কামরান বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন চালিবন্দরের দিকে।

ছড়ারপাড় গোয়ালিছড়া কালভার্টের  (হাবিবুর রহমান মজলাইর বাসার সামনের রাস্তা) উপর আসার পরই দেখা হয় আরিফের সাথে। আরিফের উচ্ছেদ অভিযানে হাজির মানুষের জটলা পেরুতে গাড়ি স্লো করেন কামরান। সাবেক মেয়রকে দেখে সালাম দেন আরিফ। গাড়ির ভেতর থেকে হাত তুলে সালামের জবাব দেন কামরানও।

সাবেক-বর্তমান দুই মেয়রের মাঝে আর কথা হয়নি। আরিফের উচ্ছেদ অভিযান দেখতে দেখতে ছড়ারপাড় এলাকা পেরিয়ে যান কামরান।


শেয়ার করুন

0 facebook: