স্বদেশবার্তা ডেস্কঃ মৌলভীবাজারের
শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে নিজের ভাবি ছালেকা বেগম (৫৩)
কে কুপিয়ে হত্যা করেছে দেবর নুর মিয়া। এ ঘটনার পর নুর মিয়াকে আটক করেছে পুলিশ।
(২১ ডিসেম্বর) বৃহস্পতিবার
দুপুরে
উপজেলার আলিশারকুল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছালেকা বেগম আলিশারকুল গ্রামের মিম্বর মিয়ার স্ত্রী।
শ্রীমঙ্গল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ‘সকালে দেবর নুর মিয়া তার ভাবি ছালেকা বেগমকে
কুড়াল দিয়ে কোপ দেন। এতে ছালেকা বেগম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নুর মিয়াকে
আটক করেছে।’ নুর
মিয়া মানসিক ভারসাম্যহীন বলেও ওসি জানান।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: