24 December 2017

মার্কিন পরিকল্পনা মেনে নিতে মাহমুদ আব্বাসকে সৌদি যুবরাজের চাপ

স্বদেশবার্তা ডেস্কঃ আমেরিকার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর চাপ সৃষ্টি করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সম্প্রতি এক বৈঠকে তিনি চাপ সৃষ্টি করেন বলে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দা শরীফ জেরুসালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর প্রেসিডেন্ট আব্বাস আমেরিকাকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে মানবেন না বলে ঘোষণা দেন এরপর চলতি সপ্তাহে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

(ফিলিস্তিনের কর্মকর্তারা মিডল ইস্ট আই নিউজ পোর্টালকে জানিয়েছেন, বৈঠকে সৌদি যুবরাজ প্রেসিডেন্ট আব্বাসকে তার ভাষায় বলেছেন, ‘আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যার সত্যিকার প্রভাব রয়েছে ইসরাইলের ওপর; আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যে শান্তি প্রক্রিয়ার বিষয়ে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারে যা ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া কিংবা চীন কেউ পারবে না

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন,  মাহমুদ আব্বাসকে বোঝানোর ক্ষেত্রে সৌদি যুবরাজ নরম কূটনৈতিকপন্থা অবলম্বন করেন এসময় তিনি মার্কিন প্রস্তাব মেনে নেয়ার জন্য প্রেসিডেন্ট আব্বাসকে চাপ দেন

তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে জোর দিয়ে বলেছেন, তিনি অর্থবহশান্তিপ্রক্রিয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ

মাহমুদ আব্বাস সুস্পষ্ট করে বলেছেন, ‘১৯৬৭ সালের যুদ্ধের আগের সীমানাকে বিচেনায় নিয়ে এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শরীফ কে ফিলিস্তিনের রাজধানী হিসেবে মেনে নিয়ে যদি আমেরিকা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কথা ঘোষণা করে তবে আমরা দ্রুতই সে আলোচনায় যোগ দেব কিন্তু তারা যদি আমাদেরকে শান্তি আলোচনার ইসরাইলি ভার্সনে নিয়ে যেতে চায় তাহলে আমরা তাতে যোগ দেব না

আমেরিকা অসৎ’; মধ্যস্থতাকারী হিসেবে আর মানব না : মাহমুদ আব্বাস

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার দেশে কথিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় আমেরিকার পক্ষ থেকে নেয়া কোনো উদ্যোগ বাস্তবায়ন করা হবে না একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে একটি অসৎ মধ্যস্থতাকারীপক্ষ হিসেবে আখ্যায়িত করেছেন

শুক্রবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর মাহমুদ আব্বাস বলেন, “শান্তি প্রক্রিয়ায় আমেরিকা নিজেকে অসৎ মধ্যস্থতাকারীহিসেবে প্রমাণ করেছে এবং ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত কোনো পরিকল্পণা আমরা গ্রহণ করব না

এছাড়া, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শরীফ ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে যেসব ভোট দিয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তারও নিন্দা জানান তিনি

বায়তুল মুকাদ্দাস শরীফ  বিষয়ে ট্রাম্পের ঘোষনার নিন্দা জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, ‘মার্কিনীরা নিজেদেরকে একঘরে করে ফেলছে তবে এই একই কাজ আমি না করার চেষ্টা করছি

অবশ্য খুব শিগগিরি একতরফাভাবে ফিলিস্তিনকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা নাকচ করে দিয়েছেন তিনি ফ্রান্স সঠিক সময়ে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান তিনি

এরপর তিনি ২০১৮ সালে ফিলিস্তিন সফরে যাবেন বলেও ঘোষণা দেন ম্যাক্রন


শেয়ার করুন

0 facebook: